
সুলতানপুর, ৩১ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের সুলতানপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে বলদিরাই থানা এলাকায় ঘটনাটি ঘটেছে । ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে । গুরুতর আহত আরও ৫ জন । শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃত যুবকের নাম শুভম (২৫)। বৃহস্পতিবার রাতে গাড়ি করে আজমগড়ের ছট পুজো উদযাপন করে লখনউতে ফিরছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে যায়। গাড়িতে ছয়জন ছিল। ঘটনাস্থলেই প্রাণ হারায় একজন । বাকি পাঁচজন গুরুতর ভাবে আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন