৩ চিকিৎসক-সহ গ্রেফতার ৮, উদ্ধার বিপুল বিস্ফোরক, তবু ঠেকানো গেল না বড়সড় হামলা
নয়াদিল্লি, ১০ নভেম্বর, (হি.স.): জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে উত্তরপ্রদেশ ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে সোমবার জঙ্গি-যোগে ধৃত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৭ জনই কাশ্মীরের। জইশ ই মহম্মদ, আনসার ঘজওয়াত-উল-হিন্দের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁদের
৩ চিকিৎসক-সহ গ্রেফতার ৮, উদ্ধার বিপুল বিস্ফোরক, তবু ঠেকানো গেল না বড়সড় হামলা


নয়াদিল্লি, ১০ নভেম্বর, (হি.স.): জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে উত্তরপ্রদেশ ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে সোমবার জঙ্গি-যোগে ধৃত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৭ জনই কাশ্মীরের। জইশ ই মহম্মদ, আনসার ঘজওয়াত-উল-হিন্দের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। তা সত্বেও বানচাল করা গেল না দিল্লির বিস্ফোরণ।

অনন্তনাগে সরকারি হাসপাতালের চিকিৎসক আদিলের লকারে উদ্ধার হয়েছে জোড়া একে ৪৭। অনন্তনাগেরই চিকিৎসক মুজাহিল শাকিলের ফরিদাবাদের বাড়িতে মিলেছে বিস্ফোরক। দিল্লির কাছে ফরিদাবাদে চিকিৎসক মুজাম্মিলের বাড়িতে ৩৫০ কেজি বিস্ফোরক।

সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ডাঃ আদিল এবং ডাঃ মুজাম্মিল পুলিশকে বলেছেন যে তাঁদের এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ তাঁদের ধারণা ছিল দিল্লি এনসিআর-এ কেউ ডাক্তারদের সন্দেহ করবে না। চিকিৎসকদের তাদের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলে অপেক্ষা করতে বলা হয়েছিল।

উত্তরপ্রদেশের চিকিৎসক আদিল ও হরিয়ানার চিকিৎসক মুজাম্মিল গ্রেফতার হয়েছে। জইশ ই মহম্মদ ও আনসার গজবাতুল হিন্দের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। আইইডি তৈরির জন্য ২৯০০ কিলো সামগ্রী সহ বাজেয়াপ্ত করা হয় বিস্ফোরক, রাসায়নিক।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande