দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত অন্তত ১৫
নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.) : সোমবার দিল্লির বিস্ফোরণের ঘটনায় এই খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে, নয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। সংখ্যাটা আরও বাড়তে পারে। আহত হয়েছেন বহু মানুষ। তবে তাঁদের অবস্থা বা সংখ্যা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের
দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত অন্তত ১৫


নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.) : সোমবার দিল্লির বিস্ফোরণের ঘটনায় এই খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে, নয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। সংখ্যাটা আরও বাড়তে পারে। আহত হয়েছেন বহু মানুষ। তবে তাঁদের অবস্থা বা সংখ্যা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের কারণ নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের উৎস এবং ব্যবহৃত পদার্থের নমুনা সংগ্রহ করেছে। আপাতত নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না বলেই সূত্রের খবর।

লালকেল্লা এবং আশপাশের এলাকা উচ্চ নিরাপত্তা বলয়ে থাকার কারণে, এই বিস্ফোরণ ঘিরে ইতিমধ্যেই তৎপরতা বেড়েছে গোয়েন্দা সংস্থাগুলিরও। এদিন দিল্লির অদূরে ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার নিয়েও তৈরি হয়েছে চাঞ্চল্য।

ঘটনার পরই দিল্লিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। শুধু দিল্লি নয়, মুম্বই এবং লখনউতেও কড়া নিরাপত্তা জারি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande