অমরপুরে জনজাতি গৌরব দিবস উদযাপন, উন্নয়নকে সকলের অধিকারে পরিণত করার আহ্বান অর্থমন্ত্রীর
উদয়পুর (ত্রিপুরা), ১৫ নভেম্বর (হি.স.) : “একটি বা দুটি জাতিগোষ্ঠীর উন্নতি হলেই রাজ্য বা দেশের উন্নতি হয় না। সকল সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করলেই প্রকৃত অগ্রগতি সম্ভব”— শনিবার অমরপুর নতুন টাউন হলে গোমতী জেলাভিত্তিক জনজাতি গৌরব দিবস পালন অনু
অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়


উদয়পুর (ত্রিপুরা), ১৫ নভেম্বর (হি.স.) : “একটি বা দুটি জাতিগোষ্ঠীর উন্নতি হলেই রাজ্য বা দেশের উন্নতি হয় না। সকল সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করলেই প্রকৃত অগ্রগতি সম্ভব”— শনিবার অমরপুর নতুন টাউন হলে গোমতী জেলাভিত্তিক জনজাতি গৌরব দিবস পালন অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়।

তিনি আরও বলেন, স্বাধীনতা সংগ্রামে জনজাতি জনগোষ্ঠীর অবদান স্মরণে ও তাদের ইতিহাস–সংস্কৃতি উদযাপনের লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে জনজাতি গৌরব দিবস।

অর্থমন্ত্রীর বক্তব্যে উঠে আসে—রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, পাকা রাস্তা, বিশুদ্ধ পানীয়জল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। তিনি জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে রাজ্য ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, জিতেন্দ্র মজুমদার, রঞ্জিত দাস, সঞ্জয় মানিক ত্রিপুরা, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের, অমরপুর মহকুমা শাসক অনুপম চক্রবর্তী প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande