
দুর্গাপুর, ১৫ নভেম্বর (হি.স.): মৌমাছির কামড়ে মৃত্যু হল দুর্গাপুরের ধান্ডাবাগের প্রাক্তন প্রধান শিক্ষক নির্মল দত্তের (৬২) । দেহ থেকে উদ্ধার করা হয় মোট ৮৯০ টি মৌমাছির হুল।স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত রবিবার সন্ধ্যায় তিনি ছেলেকে টিউশন দিতে স্কুটি নিয়ে বের হন। ইস্পাত নগরীর এ-জোন মেজর পার্কের সামনে আসতেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি আক্রমণ করে। আক্রমণে তিনি স্কুটি থেকে পড়ে যান। এরপরই শ্বাসকষ্ট শুরু হলে পরিবার তাঁকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শহরে মৌমাছির আক্রমণ নতুন ঘটনা নয়। ২০২১ সালের ১৯ অক্টোবর দুয়ারী প্রসাদ সিং (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল মৌমাছির কামড়ে। ২০২৩ সালের ১০ জানুয়ারি ইস্পাতনগরীর সি-জোনে ৭ জন পথচারী জখম হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে দুর্গাপুর ৪১ নম্বর ওয়ার্ডে মাত্র দুই বছরের শিশু বর্ষা রায়ও মৌমাছির কামড়ে মারা যান।
স্থানীয়দের মতে, শহরের পুরনো বড় গাছগুলিতে বুনো মৌমাছি থাকে। চাকার ওপর পাখি আক্রমণ বা ঢিল ছুঁড়ে উত্তেজিত হলে এই মৌমাছির দল পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ কারণে দুর্গাপুরে বারবার মৌমাছির হামলার মতো ঘটনা ঘটছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা