ঝাড়গ্রামে জেলা জুড়ে পালিত বিরসা মুন্ডার জন্মজয়ন্তী
ঝাড়গ্রাম, ১৫ নভেম্বর (হি.স.) : ঝাড়গ্রাম জেলায় শনিবার বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এদিন জেলা জুড়ে প্রতিটি ব্লকে শুরু হয়েছে তিন দিনের জয় জোহার মেলা, যা এবার প্রথমবার জেলা পর্যায়ে অনুষ্ঠিত হলো। জেলা স্তরের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গোপ
ঝাড়গ্রামে জেলা জুড়ে পালিত বিরসা মুন্ডার জন্মজয়ন্তী


ঝাড়গ্রাম, ১৫ নভেম্বর (হি.স.) : ঝাড়গ্রাম জেলায় শনিবার বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এদিন জেলা জুড়ে প্রতিটি ব্লকে শুরু হয়েছে তিন দিনের জয় জোহার মেলা, যা এবার প্রথমবার জেলা পর্যায়ে অনুষ্ঠিত হলো।

জেলা স্তরের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গোপীবল্লভপুর এক ব্লকের বিরসা চকে, যেখানে উদ্বোধন করেন রাজ্য বন দফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সোরেন, জেলা শাসক আকাঙ্খা ভাস্কর, মহকুমা শাসক অনিন্দিতা রায় চৌধুরী, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মুসহ অন্যান্য বিশিষ্টজন।

জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি ব্লককে পাঁচ লাখ টাকা এবং জেলা স্তরীয় মূল অনুষ্ঠান আয়োজনের জন্য গোপীবল্লভপুর এক ব্লককে নয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জয় জোহার মেলা ১৭ নভেম্বর পর্যন্ত চলবে।

মেলায় থাকছে আদিবাসী সংস্কৃতির নানা ধরনের স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিটি ব্লকের অনুষ্ঠানে আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিরা বিরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিভিন্ন বক্তৃতার মাধ্যমে তাঁর অবদানের উপর আলোকপাত করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande