ডিএমকে-র বৈঠক ‘রাজনৈতিক নাটক’, কটাক্ষ বিজয়ের
চেন্নাই, ২ নভেম্বর (হি.স.) : নির্বাচন কমিশনের ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়ার বিরোধিতায় ডিএমকে বহুদলীয় বৈঠকের আয়োজন করেছিল রবিবার| তাকে ‘রাজনৈতিক নাটক’ বলে কটাক্ষ করলেন আরেক রাজনৈতিক দল টিভিকে-র সভাপতি তথা অভিনেতা থালাপতি বি
ডিএমকে-র বৈঠককে ‘রাজনৈতিক নাটক’ বললেন অভিনেতা বিজয়


চেন্নাই, ২ নভেম্বর (হি.স.) : নির্বাচন কমিশনের ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়ার বিরোধিতায় ডিএমকে বহুদলীয় বৈঠকের আয়োজন করেছিল রবিবার| তাকে ‘রাজনৈতিক নাটক’ বলে কটাক্ষ করলেন আরেক রাজনৈতিক দল টিভিকে-র সভাপতি তথা অভিনেতা থালাপতি বিজয়।

তিনি অভিযোগ করেন, “ডিএমকে দুর্নীতির অভিযোগ থেকে মনোযোগ ঘোরাতে বহুদলীয় বৈঠকের নাটক সাজিয়েছে।” তবে একইসঙ্গে নির্বাচন কমিশনের উদ্যোগকেও ‘অসাংবিধানিক’ বলে নিশানা করেন বিজয়। তাঁর আশঙ্কা, “এই প্রক্রিয়ায় সংখ্যালঘু সহ প্রকৃত ভোটারদের নাম মুছে যেতে পারে।”

বিজয় জানান, টিভিকে রাজ্যজুড়ে পর্যবেক্ষণ শিবির ও সচেতনতা অভিযান চালাবে| তিনি ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা বজায় রাখার প্রস্তাব দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande