ডিওয়াইএফআই -এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বসে আঁকো প্রতিযোগিতা
আগরতলা, ২ নভেম্বর (হি.স.) : ডিওয়াইএফআই-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রবিবার বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগরতলার মেলার মাঠস্থিত ছাত্র-যুব ভবনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বয়সভিত্তিক পাঁচটি বিভাগে বহু প্রত
বসে আঁকো প্রতিযোগিতা


আগরতলা, ২ নভেম্বর (হি.স.) : ডিওয়াইএফআই-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রবিবার বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগরতলার মেলার মাঠস্থিত ছাত্র-যুব ভবনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বয়সভিত্তিক পাঁচটি বিভাগে বহু প্রতিযোগী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতাকে ঘিরে ছোটদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। রঙ-তুলির আঁচড়ে শিশুমন ফুটিয়ে তোলে নানা ভাবনা ও কল্পনার জগৎ।

ডিওয়াইএফআই নেতৃত্ব জানান, আগামী সোমবার সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। সেই উপলক্ষ্যেই রবিবারের এই বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

প্রসঙ্গত, প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে তিন দিনের একটি বই উৎসবেরও আয়োজন করা হয়েছে। শনিবার থেকে ছাত্র-যুব ভবনে শুরু হওয়া এই বই উৎসব লোকসমাগম লক্ষ করা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande