
আগরতলা, ২ নভেম্বর (হি.স.) : দেহ ও মনের বিকাশের পাশাপাশি আত্মরক্ষার জন্য ক্যারাটে একটি প্রয়োজনীয় ক্রীড়া— এমনই মন্তব্য করলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। রবিবার রাজধানীর বিবেকানন্দ ব্যায়ামাগারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ত্রিপুরা রাজ্য কিয়োকুশিন ফুল কন্টাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।
এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতনামা জিমন্যাস্ট ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত দীপা কর্মকার, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষসহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, “ক্যারাটে আজ সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে। এটি শরীর ও মনের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আত্মরক্ষার জন্যও অত্যন্ত প্রয়োজনীয়।”
রাজ্যের ক্রীড়া জগতের গর্ব দীপা কর্মকার বলেন, “এই বিবেকানন্দ ব্যায়ামাগার থেকেই আমার ক্রীড়াজীবনের সূচনা। আজ এই প্রতিযোগিতার আয়োজন দেখে আমি গর্বিত।” তিনি ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “লড়াই করেই সাফল্য অর্জন করতে হয়।”
একদিনব্যাপী এই রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় মোট ৬০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন। দিনব্যাপী বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ