মুম্বইয়ে মাহিম স্টেশনের কাছে আগুন, ছড়ালো আতঙ্ক!
মুম্বই, ২২ নভেম্বর (হি.স.) : মুম্বইয়ের মাহিম স্টেশনের কাছে অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনে ৮-১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং জরুরি পরিষেবার কর্মীরা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর
মুম্বইয়ে মাহিম স্টেশনের কাছে আগুন, ছড়ালো আতঙ্ক!


মুম্বই, ২২ নভেম্বর (হি.স.) : মুম্বইয়ের মাহিম স্টেশনের কাছে অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনে ৮-১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং জরুরি পরিষেবার কর্মীরা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দমকল অফিসার এস ডি সাওয়ান্ত বলেন, প্লাস্টিকের বর্জ্য পদার্থ সংরক্ষণকারী ১০ থেকে ১৫টি গুদামে আগুন লেগেছে। এখনও পর্যন্ত তিনটি বাণিজ্যিক সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। আগুন লাগার কারণ এখনই নিশ্চিত করা যাচ্ছে না, কারণ এটি তদন্তে চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি, যদিও আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande