
জোহানেসবার্গ, ২২ নভেম্বর (হি.স.): জোহানেসবার্গে জি-২০ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। তাঁদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে, যেখানে তাঁরা প্রতিরক্ষা, নিরাপত্তা, পারমাণবিক শক্তি এবং বাণিজ্যকে গুরুত্ব দেন।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামফোসার সঙ্গেও দেখা করেন মোদী। দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী সেই সব ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন যারা বিভিন্ন সম্প্রদায়ের সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজ করছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা