
যোধপুর, ২২ নভেম্বর (হি. স.) : উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন শনিবার সকালে যোধপুর এয়ারফোর্স স্টেশনে পৌঁছলে উষ্ণ অভ্যর্থনার সঙ্গে তাঁকে স্বাগত জানানো হয়। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, সংসদীয় কার্য মন্ত্রী যোগরাম প্যাটেল, রাজ্যসভার সাংসদ রাজেন্দ্র গেহলট এবং জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরে উপরাষ্ট্রপতি সাদ্রি হেলিপ্যাড হয়ে পালির উদ্দেশে রওনা দেন। যোধপুরে তাঁর প্রথম সফরে প্রশাসন ও স্থানীয় শাসকদলের পক্ষ থেকে বিশেষ অভ্যর্থনা জানানো হয়।
একই দিনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার আগমনেও বিমানবন্দর সচল থাকে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ফুলের তোড়া দিয়ে অধ্যক্ষকে অভ্যর্থনা জানান এবং তাঁকে স্থানীয় জনপ্রতিনিধি ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে পরিচয় করান। সংসদীয় কার্য মন্ত্রী যোগরাম প্যাটেল, শেরগড়ের বিধায়ক বাবু সিংহ রাঠোর সহ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিমানবন্দরে অধ্যক্ষকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য