
আগরতলা, ২৩ নভেম্বর (হি.স.) : তিপ্রা মথার জন্য স্বরাষ্ট্র দফতর দাবি নিয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মার সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। রবিবার তিনি জানিয়ে দেন, “পোর্টফোলিও দাবি করা কোনও অপরাধ নয়।”
তিনি বলেন, “তিপ্রাসাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্পর্কে আমি তাঁর সাথে আলোচনা করব। পরিস্থিতির প্রেক্ষাপট বোঝা জরুরি। আমি আগেও বলেছি— ভবিষ্যতে একজন তিপ্রাসা মুখ্যমন্ত্রীও হতে পারেন। কিন্তু যাই হোক, শান্তি বজায় রাখতে হবে। সহিংসতা শুরু হলে তার মূল্য শেষ পর্যন্ত দিতে হয় সাধারণ মানুষকেই।”
খুমুলুঙ এবং জাম্পুইজালায় রাজনৈতিক সহিংসতা নিয়ে প্রশ্নের উত্তরে প্রদ্যোত কিশোর দেববর্মণ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। তাঁর কথায়, “দুষ্কৃতীদের কোনও রাজনৈতিক মতাদর্শ নেই। কখনও তারা তিপ্রা মথার পতাকা হাতে নেয়, আবার কখনও বিজেপি-এর ফেস্টুন। সুযোগ পেলেই কংগ্রেস বা সিপিআই(এম)-এর হয়ে কাজ করবে— সেটাও অবাক হওয়ার নয়।” তিনি আরও বলেন, “আমরা চাই পুলিশ খুমুলুঙ ও জাম্পুইজালার সহিংস ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক।”
প্রসঙ্গত, পশ্চিম ত্রিপুরার খুমুলুঙ এবং সিপাহীজালার জাম্পুইজালায় উত্তেজনা অব্যাহত। দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা ও বনমন্ত্রী অনিমেষ দেববর্মা পৃথকভাবে হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ