
আগরতলা, ২৩ নভেম্বর (হি.স.) : সমাজে মহিলাদের অপরিহার্য ভূমিকার ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা রবিবার বলেন, মহিলাদের অগ্রগতি নিশ্চিত না হলে সমাজের সামগ্রিক অগ্রগতি কখনও সম্ভব নয়। তিনি জানান, রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নকে অন্যতম অগ্রাধিকারমূলক এজেণ্ডা হিসেবে নিয়ে কাজ করছে।
‘আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বিজেপি বড়দোয়ালি মণ্ডলের মহিলা মোর্চার উদ্যোগে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মহিলা সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “গ্রামীণ মহিলারা আর্থ- সামাজিকভাবে এগিয়ে না গেলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। তাঁদের স্বনির্ভর করে তুলতে সরকার নিরন্তর চেষ্টা চালাচ্ছে।”
তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকার গ্রামীণ এলাকার মহিদের উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করেছে এবং ত্রিপুরা সরকার সেই প্রকল্পগুলির যথাযথ বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ