আইজিএম হাসপাতালে মহিলা সুপারভাইজরের ওপর হামলা, সাফাই কর্মীদের বিক্ষোভ
আগরতলা, ২৩ নভেম্বর (হি.স.) : আগরতলায় আইজিএম হাসপাতালে কর্মরত সাফাই কর্মীদের একাংশের বিক্ষোভের জেরে রবিবার হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, একটি বেসরকারি সংস্থার অধীনে নিযুক্ত এক পুরুষ সুপারভাইজর শনিবার তার মহিলা সহকর্মীর উপর হামলা চ
বিক্ষোভ


আগরতলা, ২৩ নভেম্বর (হি.স.) : আগরতলায় আইজিএম হাসপাতালে কর্মরত সাফাই কর্মীদের একাংশের বিক্ষোভের জেরে রবিবার হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযোগ, একটি বেসরকারি সংস্থার অধীনে নিযুক্ত এক পুরুষ সুপারভাইজর শনিবার তার মহিলা সহকর্মীর উপর হামলা চালায়। গুরুতরভাবে আহত ওই মহিলা সুপারভাইজরকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

বিক্ষুব্ধ কর্মীরা জানান, অভিযুক্ত সুপারভাইজরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মহিলা কর্মীদের প্রতি অসদাচরণ ও হয়রানির অভিযোগ রয়েছে। কিন্তু যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হওয়ায় শেষ পর্যন্ত এদিন তাঁরা বিক্ষোভে নামতে বাধ্য হন।

অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাফাই কর্মীরা হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থার অবিলম্বে হস্তক্ষেপ দাবি করেছেন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল প্রশাসন আলোচনায় বসে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande