ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর
নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, ছয় দশক ধরে তাঁর অসাধারণ অভিনয়ের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের হৃদয় স্পর্শ করা ধর্মেন্দ্রজির
ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর


নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, ছয় দশক ধরে তাঁর অসাধারণ অভিনয়ের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের হৃদয় স্পর্শ করা ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। একটি সাধারণ পরিবার থেকে এসে তিনি চলচ্চিত্র জগতে নিজস্ব ছাপ রেখে গেছেন।

ধর্মেন্দ্রজি ছিলেন সেইসব অভিনেতাদের মধ্যে একজন যিনি তাঁর অভিনীত প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন। এর মাধ্যমে তিনি সকল বয়সের দর্শকদের হৃদয় জিতে নিয়েছিলেন। তিনি তাঁর অভিনয়ের মাধ্যমে সর্বদা আমাদের মধ্যে থাকবেন।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ধর্মেন্দ্র। কিছু দিন আগে তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়ায়। তবে সেই সময় পরিবারের তরফে জানানো হয়, অভিনেতার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনা হয় তাঁকে। তবে শেষরক্ষা হল না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande