ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতির
নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমাজ মাধ্যমের এক বিবৃতিতে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়, প্রবীণ অভিনেতা এবং প্রাক্তন সাংসদ শ্রী ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় চলচ্চিত
ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতির


নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমাজ মাধ্যমের এক বিবৃতিতে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়, প্রবীণ অভিনেতা এবং প্রাক্তন সাংসদ শ্রী ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের জন্য এক বিরাট ক্ষতি। অন্যতম জনপ্রিয় অভিনেতা, তিনি তাঁর দীর্ঘ বর্ণাঢ্য জীবনে অসংখ্য স্মরণীয় অভিনয় পরিবেশন করেছেন। ভারতীয় চলচ্চিত্রের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে তিনি এমন এক উত্তরাধিকার রেখে গেছেন যা তরুণ প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।

দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। কিছু দিন আগে তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়ায়। তবে সেই সময় পরিবারের তরফে জানানো হয়, অভিনেতার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনা হয় তাঁকে। তবে শেষরক্ষা হল না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande