
নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি. স.) : প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার শোকবার্তায় তিনি জানান, ভারতীয় সিনেমার এক যুগাবসান। তিনি ছিলেন একজন আইকনিক সিনেব্যক্তিত্ব, একজন অসাধারণ অভিনেতা যিনি প্রতিটি চরিত্রের সমানভাবে প্রাণপ্রতিষ্ঠা করেছিলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করে অসংখ্য মানুষের মন জয় করেছিলেন। এই কঠিন সময়ে ওঁর পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি আমার সমবেদনা রইল। এদিন শোকপ্রকাশ করেন করণ জোহর, নীতিন গড়করি-সহ একাধিক ব্যক্তিত্ব।
প্রসঙ্গত, সোমবার দুপুরে মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে আচমকাই বাড়ানো হয় নিরাপত্তা। হেমা মালিনি, সানি দেওল, ববি দেওল, এষা দেওল-সহ শ্মশানে পৌঁছে যান অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খানের মতো তারকারাও। যদিও দেওল পরিবারের তরফে ধর্মেন্দ্রকে নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি এখনও।
হিন্দুস্থান সমাচার / সোনালি