দিল্লিতে নির্বাচনের দ্বারস্থ বিজেপি, কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি বিপ্লবের
নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর ইস্যুতে সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচনের কমিশনের দ্বারস্থ হল বিজেপি। এদিন জাতীয় নির্বাচন কমিশনে যান বিজেপি নেতা বিপ্লব কুমার দেব, পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য প্
কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি বিপ্লবের


নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর ইস্যুতে সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচনের কমিশনের দ্বারস্থ হল বিজেপি। এদিন জাতীয় নির্বাচন কমিশনে যান বিজেপি নেতা বিপ্লব কুমার দেব, পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য প্রমুখ।

বিপ্লব কুমার দেব এদিন বলেন, আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি, যেন সমস্ত অসঙ্গতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আমরা পশ্চিমবঙ্গের পরিস্থিতি এবং এসআইআর সম্পর্কে অবহিত করেছি। আমরা নিশ্চিত যে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।

পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, এসআইআর হওয়া উচিত। এটা সারা ভারতেই হচ্ছে, কিন্তু বিএলও-রা পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও নিরাপত্তার দাবি করছে না। কেন তারা পশ্চিমবঙ্গে সিআইএসএফ দাবি করছে? আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা মমতাকে পরাজিত করব। আর পশ্চিমবঙ্গের মানুষও দৃঢ়প্রতিজ্ঞ। যাই ঘটুক না কেন, মমতাকে বিদায় নিতেই হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande