
কলকাতা, ৩ নভেম্বর (হি. স.) : নতুন শিল্প স্থাপনের জন্য সোমবার দুই শিল্প সংস্থাকে জমি দিল রাজ্য সরকার। ঝাড়গ্রাম জেলায় এদিন মোট ১৪৯.৬৪ একর জমি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজ্য সচিবালয় নবান্নে এদিন বৈঠক হয়। পরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রসঙ্গে জানিয়েছেন, সুখনিবাসা ও ঘাগরাশোল মৌজার মধ্যে এই জমি রয়েছে। পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের কাছে ওই জমিটি ছিল। আগ্রহীদের তরফেও শিল্প স্থাপনের জন্য আবেদন জমা পড়ে।
চন্দ্রিমা আরও বলেন, স্ট্যান্ডিং কমিটি অন দ্য ক্যাবিনেট অন ইনফ্রাস্ট্রাকচার আ্যন্ড এমপ্লয়মেন্ট-এর কাছে এক প্রস্তাব জমা পড়েছিল। সেই সূত্রে আগ্রহী দুই শিল্পসংস্থাকে ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড ওই জমিতে শিল্প গড়ে তোলার জন্য সন্মতি দেওয়া হল। পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকারের দেওয়া জমিতে সুনির্দিষ্ট জমিতে গাইডলাইন মেনেই কাজ করতে হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত