পিলা পাঞ্জা অভিযান : হরিদ্বারে অবৈধ দখল উচ্ছেদ করলো প্রশাসন
হরিদ্বার, ৩ নভেম্বর (হি.স.): ''পিলা পাঞ্জা'' অভিযানের অধীনে উত্তরাখণ্ডের হরিদ্বারের কুম্ভমেলার জমিতে অবৈধ দখল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন এবং উত্তরপ্রদেশ সেচ বিভাগ। হরিদ্বারের এসডিএম জিতেন্দ্র কুমার বলেন, লালজিওয়ালায়, সেচ বিভাগ কর্তৃক কুম
পিলা পাঞ্জা অভিযান : হরিদ্বারে অবৈধ দখল উচ্ছেদ করলো প্রশাসন


হরিদ্বার, ৩ নভেম্বর (হি.স.): 'পিলা পাঞ্জা' অভিযানের অধীনে উত্তরাখণ্ডের হরিদ্বারের কুম্ভমেলার জমিতে অবৈধ দখল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন এবং উত্তরপ্রদেশ সেচ বিভাগ। হরিদ্বারের এসডিএম জিতেন্দ্র কুমার বলেন, লালজিওয়ালায়, সেচ বিভাগ কর্তৃক কুম্ভমেলার জন্য একটি এলাকা নির্দিষ্ট করা হয়েছিল; তবে, পূর্ববর্তী অপসারণ সত্ত্বেও, অননুমোদিত দখল অব্যাহত ছিল। সোমবার পুলিশের সহায়তায়, এই দখলগুলি আবার পরিষ্কার করা হচ্ছে।

সেচ বিভাগের এসডিও ভারত ভূষণ শর্মা বলেন, এই দখল সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি সীমানা প্রাচীর নির্মাণ এবং এলাকাটিকে একটি সেচ পার্কে উন্নীত করার প্রস্তাব রয়েছে। সমস্ত দখল চিহ্নিত করা হয়েছে এবং পদ্ধতিগতভাবে অপসারণের কাজ চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande