মোটরবাইক রাখা নিয়ে বচসা, তপসিয়ায় ছুরিকাঘাতে জখম ব্যক্তি
কলকাতা, ৩ নভেম্বর (হি.স.): মোটরবাইক রাখা নিয়ে বচসাকে কেন্দ্র করে তপসিয়া এলাকায় অবিনাশ চৌধুরী লেনে ছুরিকাঘাতে জখম হলেন এক ব্যক্তি। রবিবার রাতের ঘটনা। পুলিশ সূত্রে খবর, জখম ব্যক্তির নাম মহম্মদ হানিফ। তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতা
মোটরবাইক রাখা নিয়ে বচসা, তপসিয়ায় ছুরিকাঘাতে জখম ব্যক্তি


কলকাতা, ৩ নভেম্বর (হি.স.): মোটরবাইক রাখা নিয়ে বচসাকে কেন্দ্র করে তপসিয়া এলাকায় অবিনাশ চৌধুরী লেনে ছুরিকাঘাতে জখম হলেন এক ব্যক্তি। রবিবার রাতের ঘটনা।

পুলিশ সূত্রে খবর, জখম ব্যক্তির নাম মহম্মদ হানিফ। তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় ছুরি মারার অভিযোগে মহম্মদ জিয়াউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ছুরিকাঘাতে তার হাতের আঙুলও জখম হয়েছে। তাই জিয়াউদ্দিনকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande