ডিমা হাসাওয়ের হাডিংমায় আদানি গ্রুপের প্রস্তাবিত হাইডেল পাওয়ার প্রজেক্টে তীব্ৰ আপত্তি গ্রামবাসীর
হাফলং (অসম), ৩ নভেম্বর (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের হাডিংমা নির্বাচন কেন্দ্র এলাকার মতিলাম্পু গ্রামে আদানি গ্রুপের প্রস্তাবিত হাইডেল পাওয়ার প্রজেক্টে বেজায় আপত্তি জানিয়েছেন সংশ্লিষ্ট গ্রামের মানুষ। ডিমা হাসাও জেলার উদ্যোগনগরী উম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হাডিংমা গ্রামের বিশিষ্টজনেরা


হাফলং (অসম), ৩ নভেম্বর (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের হাডিংমা নির্বাচন কেন্দ্র এলাকার মতিলাম্পু গ্রামে আদানি গ্রুপের প্রস্তাবিত হাইডেল পাওয়ার প্রজেক্টে বেজায় আপত্তি জানিয়েছেন সংশ্লিষ্ট গ্রামের মানুষ।

ডিমা হাসাও জেলার উদ্যোগনগরী উমরাংসোতে সিমেন্ট উদ্যোগ স্থাপনের জন্য আদানি গোষ্ঠীকে নয় হাজার বিঘা জমি বরাদ্দ করাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের মধ্যে এবার এই আদানি গোষ্ঠীকে হাডিংমার মতিলাম্পু গ্রামে হাইডেল পাওয়ার প্রজেক্টের জন্য জমি বরাদ্দ করার যে প্রস্তুতি চলছে এ নিয়ে প্রতিবাদে সরব হয়ে উঠেছেন হাডিংমা নির্বাচন কেন্দ্রের ৪০টি গ্রামের বাসিন্দারা।

এপিজিসিএল ও আদানি গোষ্ঠীর প্রস্তাবিত ১,২০০ মেগাওয়াট হাইডেল পাওয়ার প্রজেক্টের জন্য কোনও অবস্থায় জমি ছাড়তে রাজি নন গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যে আদানি গোষ্ঠী মতিলাম্পু গ্রামে হাইডেল পাওয়ার প্রজেক্টের ড্যাম নির্মাণের জন্য ২,০০০ বিঘা জমি বরাদ্দ করতে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কাছে চিঠি দিয়েছে। এ খবর চাউর হলে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে।

প্রস্তাবিত ড্যাম নির্মাণের বিরোধিতা করে হাডিংমা অঞ্চলের ৪০টি গ্রামের বাসিন্দারা প্রতিবাদমুখর হয়ে উঠেছেন। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, মতিলাম্পু গ্রামে তাঁরা কোনও অবস্থায় ড্যাম নির্মাণ করতে দেবেন না। এতে ডিমাসা জনগোষ্ঠীর ডাইখো ক্ষতিগ্রস্ত হবে। তাঁদের বক্তব্য, আমাদের এখানে পর্যাপ্ত জমি নেই। আমরা এই প্রকল্প এখানে চাই না। গ্রামবাসীরা জানান, আমরা উন্নয়নের বিরোধিতা করছি না। তবে এই হাইডেল পাওয়ার প্রজেক্টের বদলে অন্য কোনও প্রকল্পকে স্বাগত জানাবেন গ্রামবাসীরা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande