জাতীয় সড়কে বেপরোয়া লরি পিষে দিল বাইক, মৃত ১, গুরুতর জখম ৩
পূর্ব মেদিনীপুর, ৩ নভেম্বর, (হি.স.): দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রাণ হারালেন এক বাইক আরোহী। আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে জেলার মারিশদা থানার অন্তর্গত তেলিপুকুর এলাকায়। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খলা ছ
জাতীয় সড়কে বেপরোয়া লরি পিষে দিল বাইক, মৃত ১, গুরুতর জখম ৩


পূর্ব মেদিনীপুর, ৩ নভেম্বর, (হি.স.): দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রাণ হারালেন এক বাইক আরোহী। আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে জেলার মারিশদা থানার অন্তর্গত তেলিপুকুর এলাকায়।

দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অবরুদ্ধ হয়ে যায় দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক।

দুপুরে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মারিশদা থানা এলাকার তেলিপুকুরে একটি লরি বেপরোয়া গতিতে এসে একটি বাইকের পিছনে জোরে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় বাইকটি। গতিবেগ এতটাই বেশি ছিল যে পাশের চায়ের দোকান মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায়।

ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাইক আরোহী। গুরুতর আহত হন চায়ের দোকানদার-সহ আরও দুই ব্যক্তি।

আহতদের দ্রুত স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, লরিটির গতিবেগ খুব বেশি ছিল এবং চালক তখন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, ওই রাস্তা দিয়ে প্রায়ই ভারী যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করে। যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande