
কলকাতা, ৩ নভেম্বর (হি.স.): দমদম গণধর্ষণ কাণ্ডে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, এই রাজ্যের জন্য এটা নতুন কিছু নয়। কয়েক মাস আগে, দুর্গাপুরের একজন এমবিবিএস ছাত্রীকেও গুন্ডারা ধর্ষণ করেছিল। এটা এই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রমাণ। রাজ্য প্রশাসন অন্য কোথাও নিয়োজিত, যে কারণে তারা রাজ্যের নাগরিকদের সুরক্ষা দিতে পারছে না।
উল্লেখ্য, সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে দমদমে। ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তিন জনের বয়সই ১৮ বছরের বেশি। শনিবার সন্ধ্যায় টিউশনে যাচ্ছিল বছর ১৪-র ওই কিশোরী। সেই সময় রাস্তায় তার সঙ্গে এক বন্ধুর দেখা হয়। কিছু ক্ষণ কথাও হয় দু’জনের। অভিযোগ, তার পরেই ওই বন্ধু কিশোরীকে জোরজবরদস্তি একটি টোটোয় করে পাশের একটি বস্তির বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও দু’জন ছিল। ওই বাড়িতেই কিশোরী গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা