
কলকাতা, ৩ নভেম্বর (হি.স.): জাল পাসপোর্ট র্যাকেটের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) নদিয়া জেলার চাকদহের দুবরাদা গ্রাম পঞ্চায়েতের পাদারি গ্রামে অভিযান চালায়। সোমবার সকালে অভিযানের সময়, একজন কাঠমিস্ত্রি, তার রাজমিস্ত্রি ভাই এবং তাদের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
জানা গেছে, আটক ব্যক্তিরা জাল পাসপোর্ট র্যাকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইডির নজরে ছিল। এই নেটওয়ার্কটি অবৈধভাবে নথি তৈরি এবং বিদেশি নাগরিকদের পাসপোর্ট সরবরাহে সক্রিয় বলে মনে করা হচ্ছে।
এদিন ভোরে, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ইডি আধকারিকদের দল গ্রামে পৌঁছে সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালায়। অভিযানের সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল ডিভাইস তদন্তের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে।
ইডি এখন তদন্ত করছে স্থানীয়ভাবে জাল পাসপোর্ট র্যাকেটের সাথে আর কারা জড়িত এবং এই নেটওয়ার্কে সীমান্তের ওপারের কোনও বড় চক্রের সঙ্গে সংযোগ আছে কিনা।
হিন্দুস্থান সমাচার / সোনালি