২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না, আতঙ্কে ডানকুনিতে মৃত্যু মহিলার
হুগলি, ৩ নভেম্বর, (হি.স.): এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। মৃতের নাম হাসিনা বেগম। তিনি ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের নজরুলপল্লির একটি ভাড়া বাড়িতে মেয়ের সঙ্গেই থাকতেন। পরিবারের, ২০০২ সালের ভোটার তালিকায় হাসিনা বেগমের নাম নেই। আর তা জানার পর
২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না, আতঙ্কে ডানকুনিতে মৃত্যু মহিলার


হুগলি, ৩ নভেম্বর, (হি.স.): এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। মৃতের নাম হাসিনা বেগম। তিনি ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের নজরুলপল্লির একটি ভাড়া বাড়িতে মেয়ের সঙ্গেই থাকতেন।

পরিবারের, ২০০২ সালের ভোটার তালিকায় হাসিনা বেগমের নাম নেই। আর তা জানার পর থেকেই আশঙ্কায় ছিলেন তিনি। ঘটনার খবর পেয়েই এলাকায় গিয়েছেন ডানকুনি পুরসভার পুর প্রধান হাসিনা শবনম। তাঁর দাবি, ”২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই জানার পর থেকেই আতঙ্কিত ছিলেন হাসিনা বেগম। সেই চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।”

অভিযোগ, শুধু এই মহিলাই নন, এসআইআর আতঙ্কে এলাকার আরও একজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ডানকুনি পুরসভার পুর প্রধান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এলাকায় যাচ্ছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande