হাসপাতালে অব্যবস্থা রুখতে ১০ দফা দাবিতে এসইউসিআই-এর ডেপুটেশন
আগরতলা, ৩ নভেম্বর (হি.স.) : ত্রিপুরার সরকারি চিকিৎসা পরিকাঠামোর বেহাল দশা নিয়ে সরব হল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (এসইউসিআই)। কর্তৃপক্ষের খামখেয়ালিপনার ফলে রাজ্যের সবকটি জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নানাব
এসইউসিআই-এর ডেপুটেশন


আগরতলা, ৩ নভেম্বর (হি.স.) : ত্রিপুরার সরকারি চিকিৎসা পরিকাঠামোর বেহাল দশা নিয়ে সরব হল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (এসইউসিআই)। কর্তৃপক্ষের খামখেয়ালিপনার ফলে রাজ্যের সবকটি জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নানাবিধ সমস্যায় জর্জরিত — এমন অভিযোগ তুলে পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ১০ দফা দাবিপত্র পেশ করল সংগঠনটি।

দাবিগুলির মধ্যে রয়েছে — অবিলম্বে চিকিৎসক স্বল্পতা দূর করা, প্রয়োজনীয় সংখ্যক নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, হাসপাতালগুলিতে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা, ওয়ার্ড ও শৌচালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সহ রোগীদের জন্য মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

এই প্রসঙ্গে এসইউসিআই-এর জেলা সম্পাদক মৃদুল কান্তি সরকার বলেন, “রাজ্যের অধিকাংশ সরকারি হাসপাতালে চিকিৎসক ও পরিকাঠামোর অভাবে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক সময় চিকিৎসকের অভাবে মুমূর্ষু রোগীর মৃত্যু পর্যন্ত হচ্ছে। এই অব্যবস্থা চলতে দেওয়া যায় না।”

তিনি আরও জানান, সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে — রাজ্য সরকার যেন অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে হাসপাতাল পরিষেবা উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে নামবে এসইউসিআই।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande