উচ্চ আদালতের রায়ে ‘হ্যাপিয়েস্ট আওয়ার’ রেস্টুরেন্ট কাম বার পুনরায় চালুর অনুমতি
আগরতলা, ৩ নভেম্বর (হি.স.) : রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন এলাকায় অবস্থিত ‘হ্যাপিয়েস্ট আওয়ার'' রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স বাতিলের আদেশ খারিজ করে দিল ত্রিপুরা উচ্চ আদালত। একই সঙ্গে আদালত রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে পুনরায় প্রতিষ্ঠানটি চ
ত্রিপুরা উচ্চ আদালত


আগরতলা, ৩ নভেম্বর (হি.স.) : রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন এলাকায় অবস্থিত ‘হ্যাপিয়েস্ট আওয়ার' রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স বাতিলের আদেশ খারিজ করে দিল ত্রিপুরা উচ্চ আদালত। একই সঙ্গে আদালত রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে পুনরায় প্রতিষ্ঠানটি চালু রাখার অনুমতিও প্রদান করেছে।

সোমবার উচ্চ আদালতের বিচারপতি টি. অমরনাথ গৌড়ের একক বেঞ্চ এই রায় দেন। এর আগে মামলাটির শুনানি হয়েছিল গত ৩০ ও ৩১ অক্টোবর। শুনানি শেষে রায় স্থগিত রাখা হলেও সোমবার আদালত রায় প্রদান করে কালেক্টর অফ এক্সসাইজের জারি করা রেস্টুরেন্ট কাম বার বন্ধের নির্দেশ বাতিল করেন।

উল্লেখ্য, ‘হ্যাপিয়েস্ট আওয়ার’ রেস্টুরেন্ট কাম বার চালু হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। রাজ্যের একাধিক সাংস্কৃতিক সংগঠনও প্রকাশ্যে এর বিরোধীতা করে। পরবর্তীতে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর রাজ্য সরকারের কালেক্টর অফ এক্সসাইজ রেস্টুরেন্টটির লাইসেন্স বাতিলের নির্দেশ জারি করেছিলেন।

এই আদেশের বিরোধীতা করে আদালতের দ্বারস্থ হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে মামলা পরিচালনা করেন আইনজীবী অরজিত ভৌমিক। সোমবার তিনি জানান, আদালত সরকারের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রেস্টুরেন্ট কাম বার পুনরায় চালুর অনুমতি প্রদান করেছে।

এই রায়ের ফলে আপাতত স্বস্তি ফিরে এসেছে ‘হ্যাপিয়েস্ট আওয়ার’ রেস্টুরেন্ট কাম বার কর্তৃপক্ষের মধ্যে। তবে এই রায়ের পর রাজ্যের বিভিন্ন মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande