জমি নিয়ে বিবাদে মর্মান্তিক পরিণতি, যাত্রাপুরে ভাইয়ের হাতে ভাই খুন
বক্সনগর (ত্রিপুরা), ৩ নভেম্বর (হি.স.) : জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার অন্তর্গত নিদয়া তিনডেপা এলাকায় ঘটল হত্যাকাণ্ড। অভিযোগ, বড় ভাই গৌতম শীলের হাতে খুন হয়েছেন ছোট ভাই রাসু শীল (৩৫)। এই নৃশংস ঘটনায় শোক ও ক্ষোভে
বক্সনগরে খুন


বক্সনগর (ত্রিপুরা), ৩ নভেম্বর (হি.স.) : জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার অন্তর্গত নিদয়া তিনডেপা এলাকায় ঘটল হত্যাকাণ্ড। অভিযোগ, বড় ভাই গৌতম শীলের হাতে খুন হয়েছেন ছোট ভাই রাসু শীল (৩৫)। এই নৃশংস ঘটনায় শোক ও ক্ষোভে স্তব্ধ গোটা এলাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর প্রাথমিকভাবে গৌতম শীল দাবি করেন, তাঁর ছোট ভাইকে তাঁদের কাকা ও কাকার পরিবারের সদস্যরা হত্যা করেছে। তবে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। গৌতম শীলের স্ত্রী পরবর্তীকালে স্বীকার করেন, জমি নিয়ে তাঁদের সঙ্গে রাসু শীলের তর্কাতর্কি হয়েছিল। যদিও তাঁদের দাবি, রাসু দেয়াল থেকে পড়ে মারা গিয়েছেন।

কিন্তু পুলিশের হাতে পাওয়া প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে, রাসু শীলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ফলে ঘটনাটিকে স্পষ্টতই হত্যাকাণ্ড হিসেবে গণ্য করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল। রবিবার রাতে তর্কাতর্কি চরমে উঠলে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে অনুমান। ঘটনার পর যাত্রাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনার পেছনের মূল কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিও উঠেছে স্থানীয়দের মধ্যে। এলাকায় নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভের ছায়া। স্থানীয়দের বক্তব্য, “জমির মতো তুচ্ছ বিষয়ে এমন রক্তপাত অত্যন্ত দুঃখজনক এবং সমাজের জন্য এক সতর্কবার্তা।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande