
আগরতলা, ৩ নভেম্বর (হি.স.) : জিরানীয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের ওয়াগন থেকে বিপুল পরিমাণ এসকফ কফ সিরাপ উদ্ধার কাণ্ডে অবশেষে মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধলেশ্বর এলাকার বাসিন্দা অরুণ কুমার ঘোষ (৫৮) কে কলকাতা থেকে এবং হিমাংশু ঝা ওরফে সোনু (৩২) কে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা জানিয়েছেন, হিমাংশু ঝা ওরফে সোনু-কে সোমবার বিমানে আগরতলায় আনা হয়েছে।
উল্লেখ্য, এই মামলায় এর আগে আগরতলা থেকে রাজীব দাশগুপ্ত নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল ক্রাইম ব্রাঞ্চের মাদকবিরোধী সেল।
প্রসঙ্গত, পশ্চিম ত্রিপুরা জেলার জিরানীয়া রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেনের ওয়াগন থেকে ১,০৭,৮০০ শিশি এসকফ কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা গেছে, ধৃত তিনজনই উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় এক বৃহৎ মাদক পাচার চক্রের সদস্য।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ