
ব্রাসিলিয়া, ৪ নভেম্বর(হি.স.): সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য সোমবার ২৬ জনের দল ঘোষণা করেছেন আনচেলত্তি। তিন বছর পর দলে ফিরেছেন ৩২ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনিয়ো। ফিরেছেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড ভিতো হকেও। বার্সেলোনার প্রাক্তন এই ফুটবলার জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন ২০২৩ সালে।
চোট কাটিয়ে বিগত শনিবার সান্তোসের হয়ে দেড় মাস পর মাঠে ফেরা ব্রাজিলের রেকর্ড গোলদাতা নেইমার দলে ডাক পাননি এবারও। আগামী ১৫ নভেম্বর লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল। ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে তিউনিসিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।
সেনেগাল ও তিউনিসিয়া ম্যাচের ব্রাজিল দল:
গোলরক্ষক:
বেন্তো, এদেরসন, উগো সোসা
ডিফেন্ডার:
আলেক্স সান্দ্রো, কাইয়ো এনরিকে, দানিলো, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালিয়াইস, লুচানো জোবা, পাওলো এইহিক, মার্কিনিয়োস, ওয়েজলি
মিডফিল্ডার:
আন্দ্রে, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, ফাবিনিয়ো, লুকাস পাকেতা
ফরোয়ার্ড:
এস্তেভোঁ উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রিশার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র, ভিতো হকে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি