
আগরতলা, ৪ নভেম্বর (হি. স.) : ৪৯ রানে এগিয়ে গেল ত্রিপুরা। মঙ্গলবার মহারাজা বীর বিক্রম স্টেডিয়ামে রঞ্জি ট্রফি ক্রিকেটের চতুর্থ ও শেষ দিনের খেলায় ত্রিপুরার প্রথম ইনিংস ৩৮৫ রানে শেষ হয়েছে। সেই সুবাদে বাংলার চেয়ে এই মুহূর্তে এগিয়ে ত্রিপুরা। হনুমা বিহারির শতরানের দৌলতে বাংলাকে রুখে দিয়েছে প্রতিবেশী দল। শুধুমাত্র তাই নয়, তাদের বেশ চাপে রাখতেই প্রথমদিকে জয় ও পরের দিকেই তিন পয়েন্ট দখলের আশা উভয় জলাঞ্জলি দিতে হয়েছে বাংলা'কে। গতকালের দলগত স্কোর - ৭/২৭৩ রান নিয়ে মঙ্গলবার খেলতে নামে ত্রিপুরা এবং এদিন ৭/২৮৯ রান (৮৪ ওভারে)। মন্থর গতি হলেও রান বাড়তে থাকে। এরপর ৯০ ওভারের খেলায় পরবর্তী উইকেটটি পড়েছে। তখন সংগ্রহ - ৮ উইকেটে ৩১৬ রান। তখন পর্যন্ত বাংলার চেয়ে ২৩ রানে পিছিয়ে রয়েছে। এদিন ১২ ওভারে ৪৩ রান যোগ করে হনুমা বিহারির নেতৃত্বে খেলোয়াড়েরা। সেই সময়ে বাংলা তিন পয়েন্ট এর জন্য ২০ রানের মধ্যেই বিপক্ষের বাকি ২ উইকেট চেয়ে লড়াইয়ে থাকে। যদিও সে আশা ছাড়তে হয়েছে। ওই সময়ে মুরা সিং সমানেই টক্কর দিয়েছে ব্যাটিংয়ে - ৫০ রানে অপরাজিত। হনুমা সমানতালে দলকে টানে। আরও ১০ ওভারের বেশি খেলে ত্রিপুরা। যদিও ধস নামাতে ব্যর্থ বাংলা। এরপর খেলা যত গড়িয়েছে রান তুলেছে ত্রিপুরা। অষ্টম উইকেট জুটিতেই ত্রিপুরা লিড গড়ে ও বাংলার রান টপকে যায় - ৮/৩৩৮ রান।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত