
কলকাতা, ৪ নভেম্বর (হি. স.) : অনূর্ধ্ব - ২৩, কর্নেল সি কে নাইড়ু ট্রফিতে মঙ্গলবার তৃতীয় দিনের খেলায় দ্বিতীয় ইনিংসে বাংলার দলগত সংগ্রহ - ৬/১৮৪ রান। কল্যাণীতে বাংলা ক্রিকেট আকাদেমিতে রাজস্থানের বিপক্ষে যদিও বাংলা দল ৩৬ রানে পিছিয়ে রয়েছে।
একনজরে পরিসংখ্যান - সুমিত নাগ- (৪৫) প্রয়াস রায় বর্মন - (৩৫),শশাঙ্ক সিং এর - (৩৩) রান ও আয়ূশ কুমার সিং ৩৭ রানে অপরাজিত রয়েছে। উল্লেখ্য, এর আগে রাজস্থানের প্রথম ইনিংসে সংগ্রহ - ৩৬৬ রান। যদিও বাংলা দল প্রথম ইনিংসে ১৪৬ রানে শেষ হয়েছে। সুতরাং এ পর্যন্ত দুই ইনিংস মিলিয়ে বাংলা দল এখন ও বেশ পিছিয়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধান কোচ ঋদ্ধিমান সাহা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত