রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা ও ত্রিপুরা র মধ্যেই খেলা - ড্র
আগরতলা, ৪ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে - বাংলা ও ত্রিপুরার মধ্যেই এলিট গ্রুপ - সি, তৃতীয় খেলা অমীমাংসিতভাবে এদিন শেষ হয়। এদিন ঘরের মাঠেই আ্যডভান্টেজ পুরোদমে দলের কাজে লাগিয়েছে ত্রিপুরা। হনুমা বিহারির শতরানের দৌলতে বেকায়দায় পড়ে যায় বা
একনজরে বাংলা ও ত্রিপুরা খেলার ফলাফল


আগরতলা, ৪ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে - বাংলা ও ত্রিপুরার মধ্যেই এলিট গ্রুপ - সি, তৃতীয় খেলা অমীমাংসিতভাবে এদিন শেষ হয়। এদিন ঘরের মাঠেই আ্যডভান্টেজ পুরোদমে দলের কাজে লাগিয়েছে ত্রিপুরা। হনুমা বিহারির শতরানের দৌলতে বেকায়দায় পড়ে যায় বাংলা দল। মুরা সিং সমানতালে হনুমা'কে সঙ্গে নিয়ে লড়াইয়ে যোগ্য সঙ্গত করে। এদিকে, ৭ পয়েন্টের আশা ছেড়ে মাত্র এক পয়েন্ট নিয়েই আপাতত ঘরে ফিরতে হচ্ছে বাংলার খেলোয়াড়দের। আগরতলা থেকে কলকাতাগামী বিমানে বোলিং ও ব্যাটিং নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এমন ভরাডুবি এখন চর্চার বিষয়। উল্লেখ্য, ইডেনে বাংলা দল পরপর দুই খেলায় উত্তরাখন্ড ও গুজরাটকে হারিয়েছে। খেলোয়াড়দের মনোবল তুঙ্গে। তৃতীয় খেলায় দল ব্যর্থ ।

এদিকে, বাংলা দলের চেয়ে প্রথম ইনিংসে ৪৯ রানে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট পেল ত্রিপুরা। যদিও খেলা ড্র হতে শুধুমাত্র এক পয়েন্ট নিয়ে ফিরছে বাংলা দল।

মহারাজা বীর বিক্রম স্টেডিয়ামে এদিনের খেলায় হনুমা বিহারির পাশাপাশি শেষ পর্যন্ত ইনিংস শক্ত হাতেই ধরে রাখে। ব্যাটিংয়ে মুরা সিং অপরাজিত শতরানের ইনিংস উপহার দিয়েছে। গতকালের অপরাজিত ১০২ রান নিয়ে খেলতে নামে হনুমা বিহারি। তাঁর এদিন বেড়ে হয়েছে - ১৪১ রান। দ্বিতীয় শতরানের ইনিংস উপহার দিয়েছে মুরা সিং - ১০২ রান, তাঁর ব্যক্তিগত সংগ্রহের ঝুলিতেই। এরপর খেলা গড়িয়েছে যত রান তুলেছে তত ত্রিপুরা। ৮ম উইকেট জুটিতেই লিড গড়েছে। যদিও এদিন একজোড়া উইকেট তুলে নিয়েছে ঈশান পোড়েল। ত্রিপুরার দলগত স্কোর ৯৬.২ ওভারে আট উইকেটে - ৩৩৮ রান। এরপর বাংলার বিরুদ্ধে ত্রিপুরার যদিও দলের সকলেই ৩৮৫ রানে আউট হয়েছে (১০৩.২ ওভারে)। চতুর্থ ও শেষ দিনের খেলায় এরপর বাংলা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে। ২৫ ওভারে তাদের সংগ্রহ ৩/ ৯০ রান। খেলা - ড্র।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande