রাইজিং স্টার এশিয়া কাপ দল ঘোষণা, বাংলার অভিষেক পোড়েল নির্বাচিত
কলকাতা, ৪ নভেম্বর (হি. স.) : বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল এশিয়া কাপ দলে ঢুকলেন । ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করেছে। ওই খবর জানিয়ে বলা হয়েছে যে, ইন্ডিয়া ''এ'' দলের জন্য ১৫ জন খেলোয়াড়ের সমন্বয়ে যে নতুন দল গড়
বিসিসিআই ঘোষিত রাইজিং স্টার এশিয়া কাপ দল


কলকাতা, ৪ নভেম্বর (হি. স.) : বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল এশিয়া কাপ দলে ঢুকলেন । ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করেছে। ওই খবর জানিয়ে বলা হয়েছে যে, ইন্ডিয়া 'এ' দলের জন্য ১৫ জন খেলোয়াড়ের সমন্বয়ে যে নতুন দল গড়ে তোলা হয়েছে সেই স্কোয়াডে বাংলার খেলোয়াড়ও রয়েছে।

উল্লেখ্য, আগামী ১৪ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত খেলা। দোহা - ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রতিযোগিতা চলবে। কাতারগামী দলের খেলোয়াড়দের নামের তালিকা ঘোষণা করা হয়েছে - জীতেশ শর্মা (অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল ওয়াধেরা, নমন ধীর (সহ-অধিনায়িক), সূর্যাংশ সেগদে, রমনদীপ সিং, হর্ষ দুবে, আশুতোষ শর্মা, যশ ঠাকুর, গুরজাপনীত সিং, বিজয় কুমার বৈশক, যুধবীর সিং চড়ক ও সুভাষ শর্মা।

বিসিসিআই এর তরফেও এদিন আরও জানানো হয়েছে যে, কাতার এর দোহা'তে - 'ইন্ডিয়া এ স্কোয়াড ফর রাইজিং স্টার এশিয়া কাপ' - অভিষেক পোড়েল ভারতীয় - 'এ' দলের জন্য নির্বাচিত হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande