জাতীয় সাব জুনিয়র ফুটবলের ফাইনালে বাংলা, ৩-২ গোলে মণিপুরের পরাজয়
কলকাতা, ৪ নভেম্বর (হি. স.) : জাতীয় সাব জুনিয়র পুরুষদের ফুটবলের ফাইনালে পৌঁছেছে বাংলা দল। একেবারেই নাটকীয় জয়। মঙ্গলবার সেমিফাইনাল খেলায় মণিপুরের কাছে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছে বাংলার ক্ষুদে ফুটবলাররা। আর এই জয়
সেমিফাইনালে মণিপুরকে ৩-২ গোলে হারিয়েছে বাংলা


কলকাতা, ৪ নভেম্বর (হি. স.) : জাতীয় সাব জুনিয়র পুরুষদের ফুটবলের ফাইনালে পৌঁছেছে বাংলা দল। একেবারেই নাটকীয় জয়। মঙ্গলবার সেমিফাইনাল খেলায় মণিপুরের কাছে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছে বাংলার ক্ষুদে ফুটবলাররা। আর এই জয়ের সুবাদেই সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে পৌঁছে গেল বাংলা। এদিন সুদূর পাঞ্জাবে, অমৃতসরের স্টেডিয়ামে মণিপুর'কে ৩ - ২ গোলের ব্যবধানেই হারিয়ে দিয়েছে বাংলা। এবং সেইসঙ্গে দীর্ঘ এক দশক তথা ১০ বছর পরে আবার ও ফাইনালে পৌঁছেছে। ফুটবল কোচ গৌতম ঘোষের প্রশিক্ষণাধীনে রয়েছে বাংলার ছেলেরা। প্রথম থেকেই বাংলা দল ১-০ ব্যবধানে এগিয়ে থাকে। এদিনের খেলায় প্রথমার্ধের ২৮ মিনিটে সানাতোম্বা সিং মণিপুরের হয়ে খেলায় সমতা ফিরিয়ে আনে। এরপর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে মোমো সিং মণিপুরের হয়ে ব্যবধান ২-১ বাড়িয়ে দেয়়। এদিকে, খেলার অন্তিম লগ্নে নাটকীয় পরিবর্তন। ৯০+ ২ মিনিটে বাংলাকে আবার সমতায় ফিরিয়ে ২-২ আনে সাগ্নিক কুণ্ডু। শেষ বাঁশি বাজার ঠিক আগে বাংলার অধিনায়ক ভোলা রাজওয়ার ফ্রি - কিক থেকে গোল করে ৩-২ ও বাংলা দলকে ফাইনালের ছাড়পত্র এনে দিতে সমর্থ হয়েছে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার দুপুরে রয়েছে ফাইনাল খেলা। বাংলা ও দিল্লি পরস্পরের মধ্যেই মুখোমুখি হতে চলেছে অমৃতসরে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande