শান্তিপুরের জগৎবিখ্যাত রাসযাত্রা উপলক্ষে গাইড ম্যাপ প্রকাশ, নিরাপত্তায় বিশেষ নজর রানাঘাট পুলিশের
শান্তিপুর, ৪ নভেম্বর ( হি. স.) : নদীয়ার শান্তিপুরের জগৎবিখ্যাত রাসযাত্রা উপলক্ষে এ বছর গাইড ম্যাপ প্রকাশ করল রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানার পুলিশ। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এই তথ্য জানান।
ম্যাপ উদ্বোধন


শান্তিপুর, ৪ নভেম্বর ( হি. স.) : নদীয়ার শান্তিপুরের জগৎবিখ্যাত রাসযাত্রা উপলক্ষে এ বছর গাইড ম্যাপ প্রকাশ করল রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানার পুলিশ। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এই তথ্য জানান। তিনি বলেন, দর্শনার্থীদের সুবিধার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। বিশেষ উদ্যোগ হিসেবে এ বছর রাসযাত্রার সময় রাস্তায় দেখা যাবে উইনার্স টিম—একটি মহিলা পুলিশের বিশেষ দল, যারা মহিলা দর্শনার্থীদের সহায়তা করবে এবং কোনো দুর্ঘটনা বা সমস্যা ঘটলে দ্রুত ব্যবস্থা নেবে। ইতিমধ্যে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, সিআই শান্তিপুর এবং রানাঘাটের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকাজুড়ে টহল দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে কঠোর নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande