বিহারে মহিলাদের আত্মনির্ভর করার ওপর বিশেষ জোর নাড্ডার
বড়হারা, ৪ নভেম্বর (হি.স.): বিহারে মহিলাদের আত্মনির্ভর করার ওপর বিশেষ জোর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মঙ্গলবার বিহারের বড়হারায় এক নির্বাচনী প্রচারে নাড্ডা বলেন, বিহারের উন্নয়নের ট্রেনটি আবার সঠিক পথে ফির
J P Nadda


বড়হারা, ৪ নভেম্বর (হি.স.): বিহারে মহিলাদের আত্মনির্ভর করার ওপর বিশেষ জোর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মঙ্গলবার বিহারের বড়হারায় এক নির্বাচনী প্রচারে নাড্ডা বলেন, বিহারের উন্নয়নের ট্রেনটি আবার সঠিক পথে ফিরে আসতে ২০ বছর সময় নিয়েছে এবং এখন তা দ্রুত এগিয়ে চলেছে। সুতরাং এই নির্বাচন বিহারকে স্থিতিশীলতা প্রদান এবং উন্নয়নের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে। আমরা বিহারকে লণ্ঠন থেকে এলইডি-র যাত্রায় নিয়ে গিয়েছি—এবং এখন এলইডি-এর যুগ এসেছে।

নাড্ডা আরও বলেন, নারী কর্মসংস্থান প্রকল্পের আওতায়, বিহারের মহিলারা প্রত্যেকে ১০,০০০ টাকা করে সহায়তা পেয়েছেন। রাজ্যে এনডিএ সরকার গঠনের পর, বিহারের মহিলাদের অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা জমা করা হবে, যাতে তারা স্ব-কর্মসংস্থানে নিয়োজিত হতে পারেন। নাড্ডা আরও বলেন, ২০ বছর আগে, লোকজন তাদের মোবাইল ফোন চার্জ করার জন্য জেনারেটরে চার্জ দিতে যেত এবং ১০ টাকা করে দিতে হত, কারণ তাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না। এখন গ্রামে ২৩-২৪ ঘন্টা বিদ্যুৎ থাকে। মোদী সরকার ৫,০০০ এরও বেশি পঞ্চায়েতকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করেছে বলে প্রতিটি গ্রামে ইউটিউবার রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande