
সন্দেশখালি, ৪ নভেম্বর ( হি. স.):-
মঙ্গলবার
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি দুই নম্বর ব্লকের উনিশ বছরের পরিযায়ী শ্রমিক মোস্তফা মিস্ত্রির কফিনবন্দি মৃতদেহ ফিরল গ্রামের বাড়িতে। ছয় মাস আগে তিনি জীবিকার সন্ধানে মুম্বই গিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দশ দিন আগে মুম্বই রেলস্টেশনের পাশে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃতের পরিচয় জানা গেলে সন্দেশখালি দুই নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দিলীপ মল্লিকের উদ্যোগে মরদেহ কফিনবন্দি অবস্থায় ফিরিয়ে আনা হয়। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিযায়ী বাঙালি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। দিলীপ মল্লিক জানান, মৃতের পরিবারের পাশে প্রশাসন ও দল সবরকমভাবে রয়েছে। আর্থিক সহায়তা ও সরকারি সুবিধা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। ঘটনাটি সুন্দরবন অঞ্চলে বাঙালি শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়