
মুম্বই, ৪ নভেম্বর (হি.স.): মঙ্গলবার সকাল থেকেই পতন ভারতের শেয়ার বাজারে। টানা পতন দেখা গিয়েছে সব সূচকে। নিফটি ৫০, সেনসেক্স, ব্যাঙ্ক নিফটির নিম্নগতি চিন্তা বাড়িয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।
এ দিন সকাল ১০ টার মধ্যে ২০০ পয়েন্ট পড়ে গিয়েছিল মার্কেট। সকাল সাড়ে ১১টা নাগাদ ৩০০ পয়েন্ট পড়ে যায় মার্কেট। সকাল ১১টা ৪০ নাগাদ নিফটি ৫০ সূচক প্রায় ১১০ পয়েন্ট পড়ে যায়। নিফটি নেমে যায় ২৫৭০০-এর নীচে।
অন্যদিকে ওই একই সময়ে সেনসেক্সও পড়ে গিয়েছে ৩০০ পয়েন্টেরও বেশি, ৮৩৬৬৫ পয়েন্টের আশেপাশে ছিল ওই সূচক। প্রবল ধাক্কা খেয়েছে ব্যাঙ্ক নিফটিও। ২৯০ পয়েন্টের মতো পড়ে গিয়ে ৫৭,৮০০-এর স্তরের আশেপাশে ছিল এই সূচক।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত