
শিলিগুড়ি, ৪ নভেম্বর, (হি.স.): এসআইআর নিয়ে আমজনতার মনে সংশয় কাটিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। মঙ্গলবার থেকে এনুমারেশন আবেদনপত্র বিলি শুরু হয়েছে রাজ্যে। তার খুঁটিনাটি, নথিপত্র জমা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কারও মনে কোনও সংশয় থাকলে তা দূর করতে একেবারে সরাসরি পথে নেমেছেন বিজেপি বিধায়ক।
সকালে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় এসআইআর সহায়তা শিবির বসালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তিনি জানান, ”এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল আছে। এটা একটা ভোটার-বান্ধব প্রক্রিয়া। আমি এখানে বসেছি মানুষকে এনিয়ে সব বোঝাতে। অনেকেই বুঝতে পারছেন না। কারও কারও সংশয় আছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এনুমারেশন ফর্মে কোথায় কী লিখতে হবে, তা আমি সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছি। এটা কঠিন কিছু নয়।”
তাঁকে এই ভূমিকায় দেখে কটাক্ষের সুর তৃণমূল নেতৃত্বের গলায়। কাজ নিয়ে তৃণমূলকে অনুসরণ করার অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত