
বার্বাডোসে , ৪ নভেম্বর(হি.স.): বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ম্যালকম মার্শালের মঙ্গলবার মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন একজন বিশ্বমানের পেস বোলার, যিনি তাঁর অসাধারণ গতি এবং মারাত্মক বাউন্সার দিয়ে বিশ্ব ক্রিকেট কাঁপিয়েছিলেন।
তাঁকে সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন হিসেবে গণ্য করা হয়। তিনি ১৯৭৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।
মাত্র পাঁচ বছরের মধ্যে তিনি ১৮.৪৭ গড়ে ২৩৫ উইকেট নিয়ে ১৯৮০ এর দশকের সবচেয়ে সফল টেস্ট বোলার হয়েছিলেন।তিনি ওয়েস্ট ইন্ডিজকে ১৯৭৯ সালে ক্রিকেট বিশ্বকাপ জিততে বিরাট ভূমিকা নিয়েছিলেন এবং ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালেও ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছিল তাঁর হাত ধরে। তাঁর অসাধারণ খেলার মুহূর্তটি ছিল ১৯৮৪ সালে হেডিংলিতে। প্লাস্টার করা বাঁ হাত দিয়ে বোলিং করে তিনি সাতটি উইকেট নিয়েছিলেন।
কেরিয়ারে ৮১টি টেস্ট খেলেছেন, নিয়েছেন ৩৭৬টি উইকেট আর একদিনের ক্রিকেট খেলেছেন ১৩৬ টি, নিয়েছেন ১৫৭টি উইকেট। ৫ উইকেট নিয়েছেন ২২ বার আর ১০ উইকেট নিয়েছেন ৪ বার। সেরা বোলিং ২২ রানে ৭ উইকেট। আর শেষের দিকে একজন ব্যাটসম্যানরূপেও তিনি ১০টি টেস্ট অর্ধ-শতক এবং সাতটি প্রথম-শ্রেণীর শতক করেছেন। ১৯৯৯ সালে তাঁর কোলন ক্যান্সার ধরা পড়ে। ওই বছরের ৪ নভেম্বর তিনি মারা যান।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি