
উদয়পুর (ত্রিপুরা), ৪ নভেম্বর (হি.স.) : গোমতী জেলার উদয়পুর শহরে ফের ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। শহরের গীত ভারতী পাড়ার বাসিন্দা চন্দন সাহার বাড়িতে মঙ্গলবার দুপুরে চুরি হয়, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল প্রায় এগারোটা নাগাদ চন্দন সাহা নিজের ব্যবসায়িক কাজে দোকানে যান। তাঁর স্ত্রী পাপ্পু মজুমদার, যিনি উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা, সেদিন স্কুলে ছিলেন। অন্যদিকে, তাঁদের কন্যাও স্কুলে ছিল। ফলে সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে বাড়িটি পুরোপুরি ফাঁকা ছিল। এই সুযোগে চোরের দল বাড়িতে হানা দেয়।
চোরেরা বাড়ির একাধিক ঘর তছনছ করে আলমিরা ভেঙে নগদ প্রায় ১৬ হাজার টাকা এবং স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। তবে চুরি হওয়া গয়নার সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছেন বাড়ির মালিক চন্দন সাহা।
ঘটনার খবর পেয়ে আর কে পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি একটি পরিকল্পিত চুরি। চোরেরা সম্ভবত আগেই বাড়ির লোকজনের গতিবিধি লক্ষ্য করে চুরির ছক কষেছিল।
দিনের বেলায় এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, শহরে টহলদারির অভাবেই চুরির ঘটনা বাড়ছে। পুলিশ সূত্রে জানা গেছে, চোরদের শনাক্ত করতে ইতিমধ্যেই তদন্ত তৎপরতা জোরদার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ