
প্যারিস, ৫ নভেম্বর (হি.স.) : চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে তাদের মাঠেই হারিয়ে দিল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে পার্ক দে প্রিন্সেসে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।
এখনও পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৬ ম্যাচে জয় পেল কম্পানির দল। মঙ্গলবার রাতে আক্রমণ ও বল দখলে আধিপত্য দেখিয়েও ১০ জনের বায়ার্নকে হারাতে পারেনি এনরিকের পিএসজি।
জোড়া গোল করার পর এদিন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দিয়াজ।
৭৪ মিনিটে জোয়াও নেভেস পিএসজির হয়ে একমাত্র গোলটি শোধ করেন।
চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় আছে বায়ার্ন। এদিকে তিন জয়ের পর এবার হারলো পিএসজি, ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে লুইস এনরিকের দল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি