
ফয়সালাবাদ, ৫ নভেম্বর (হি.স.) :
শাহিন শাহ আফ্রিদির ওয়ানডে অধিনায়কত্বের অভিষেক রাঙাল পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে স্বাগতিকরা জিতল ২ উইকেটে। পকিস্তান হারাল দক্ষিণ আফ্রিকাকে।
ইকবাল স্টেডিয়ামে মন্থর উইকেটে মঙ্গলবার রাতে ২৬৪ রানের লক্ষ্য আফ্রিদির দল ছুঁয়ে ফেলল ২ বল বাকি থাকতে।
সফরকারীদের দুই ওপেনার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস করেন ৬০ বলে ৫৭ রান, কুইন্টন ডি কক করেন ৭১ বলে ৬৩।
রান তাড়ায় পাকিস্তানের হয়েও ফিফটি করেন দুজন। ফাখার জামান ও সাইম আইয়ুব দলকে ভালো শুরু এনে দেওয়ার পর চারে নেমে ৭৪ বলে ৫৫ রান করেন নেতৃত্ব হারানো মোহাম্মদ রিজওয়ান, পাঁচ নম্বরে সলমন আলি আগা করেন ৭১ বলে ৬২। ম্যাচ-সেরার স্বীকৃতিও পান সলমন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি