
মুম্বই, ৫ নভেম্বর(হি.স.): দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির সময় পায়ের আঘাতের পড়েছিলেন পায়ের হাড় ভেঙে যাওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করার পর টেস্ট দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ ।
গত সপ্তাহে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে প্রথম অনানুষ্ঠানিক টেস্টে ভারত এ দলের নেতৃত্ব দিয়ে ঋষভ পন্থ আবারও মাঠে ফিরে আসেন। দ্বিতীয় ইনিংসে ১১৩ বলে ৯০ রানের ইনিংস খেলে দলকে তিন উইকেটের জয় এনে দেন তিনি।
আঘাতের কারণে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুটি টেস্ট মিস করার পর পেসার আকাশ দীপও দলে ফিরেছেন। এদিকে, রঞ্জি ট্রফির প্রথম দুটি রাউন্ডে বাংলার হয়ে মুগ্ধ করা মহম্মদ শামিকে এখনও দলে রাখা হয়নি।
প্রথম টেস্টটি ১৪ থেকে ১৮ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে এবং দ্বিতীয় টেস্টটি ২২ থেকে ২৬ নভেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে।
স্কোয়াড
শুভমান গিল অধিনায়ক (অধিনায়ক), ঋষভ পন্থ ( সহ অধিনায়ক ও উইকেট কিপার ), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুধারসন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, কুলদীপ যাদব।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি