বুধবার শুষ্ক আবহাওয়া দুই বঙ্গে
কলকাতা, ৫ নভেম্বর (হি.স.): আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত বুধবারের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে ক্রমশ উত্তর-উত্তর পশ্চিম দিকে মায়ানমার-বাংলাদেশ উপকূল অভিমুখে এগোবে। এর প্রভাবে বুধবার উত্তাল থাকবে সমুদ্র। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমি
Weather


কলকাতা, ৫ নভেম্বর (হি.স.): আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত বুধবারের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে ক্রমশ উত্তর-উত্তর পশ্চিম দিকে মায়ানমার-বাংলাদেশ উপকূল অভিমুখে এগোবে। এর প্রভাবে বুধবার উত্তাল থাকবে সমুদ্র। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে সে ভাবে পড়বে না।

বুধবার দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। তবে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী বাকি জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকবে। হালকা বৃষ্টিও হতে পারে।

অন্য দিকে, উত্তরবঙ্গের কোথাও বুধবার বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র। তবে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় রাতে ও ভোরে কুয়াশার সম্ভাবনা বাড়বে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande