ভূপেন হাজরিকাকে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ৫ নভেম্বর (হি.স.): ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী এক্সবার্তায় লিখেছেন, “বিশ্ববরেণ্য সঙ্গীতশিল্পী, সুরকার, ড. ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকীতে তাঁকে
ভূপেন হাজরিকাকে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা, ৫ নভেম্বর (হি.স.): ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার মুখ্যমন্ত্রী এক্সবার্তায় লিখেছেন, “বিশ্ববরেণ্য সঙ্গীতশিল্পী, সুরকার, ড. ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকীতে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা তাঁর শতবর্ষের উদ্‌যাপন লগ্নে প্রবেশ করছি।”

প্রসঙ্গত, ২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতা সমীক্ষায় ভূপেন হাজারিকার (৮ সেপ্টেম্বর ১৯২৬ - ৫ নভেম্বর ২০১১) ‘মানুষ মানুষের জন্য’ গানটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ কুড়িটি বাংলা গানের তালিকায় দ্বিতীয় স্থান লাভ করে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande