
উলুবেড়িয়া, ৫ নভেম্বর (হি.স.): নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার বাড়ির পাশের পুকুর থেকে। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উলুবেড়িয়া থানার বাণীতলা এলাকায়।
জানা গেছে, স্থানীয় যদুবেড়িয়া বুনিয়াদি বেসিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল ওই পড়ুয়া। বুধবার সকালে উলুবেড়িয়া থানার পুলিশ পুকুর থেকে ছাত্রীর মৃতদেহের পাশাপাশি সাইকেলটিও উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে বাড়ির সামনে সাইকেল চালাতে গিয়েছিল ওই নাবালিকা। সদ্য সাইকেল চালানো শিখেছিল নাবালিকা। মঙ্গলবার সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরেও নাবালিকা বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েন বাড়ির সদস্যরা। স্থানীয়দের সাহায্যে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ